মালয়েশিয়ায় গণকবর থেকে ৩৫ ব্যাগ কঙ্কাল উদ্ধার
মালয়েশিয়ার কোয়ালা পারলিসের কাছে থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় মানবপাচারকারীদের ২৮টি ক্যাম্পের ১৩৯টি গণকবর থেকে ৩৫ ব্যাগ মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য কঙ্কালগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।
urgentPhoto
মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী পেদাং বেসারের ফেলক্রা লুবুক সিরাহে কোয়ালা পারলিসের কামপং উয়াই থেকে তানগ্গা এলাকায় এই গণকবরগুলোর সন্ধান পাওয়া যায়। এই এলাকায় গত ২৫ মে প্রথমবারের মতো গণকবর পাওয়া যায়। পারলিসের লুবকে সিরাহর মাটা আয়ার ফরেস্ট রিসার্ভে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৯১টি গণকবরে খননকাজ শুরু হয়েছে। এ অভিযান আগামী বুধবার নাগাদ শেষ হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খালিদ বকর মালয় মেইল অনলাইনকে জানান, পুলিশ বাহিনীর ফরেনসিক ও নিরাপত্তা দল আটটি গাড়িতে করে এই এলাকায় প্রবেশ করেছে। তারাই এ অভিযান চালাচ্ছে।
পিডিআরএম ওয়েলফেয়ার ও স্পোর্ট ক্লাব (কেকেএস পিডিআরএম) ২০১৫-এর বার্ষিক সাধারণ সভায় যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছেই আগামী বুধবার এ অভিযান সমাপ্ত হবে বলে আমরা আশা করছি।’
ময়নাতদন্তের জন্য উদ্ধারকৃত মরদেহগুলোকে আলোর সেতারে সুলতানাহ বাহিয়াহ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওয়াং কেলিয়ান এলাকায় মানবপাচার চক্রের হোতাদের সম্পর্কে বলতে গিয়ে খালিদ এই চক্রের সন্দেহভাজন সদস্য রোহিঙ্গা ইয়াসিনকে স্থানীয়দের সহযোগিতা করার সম্ভাবনাকে উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, স্থানীয়রা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
মে মাসের শুরুর দিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সংখলার পাদাং বেসারে প্রথমবার গণকবরের সন্ধান পাওয়া যায়। এসব গণকবর থেকে উদ্ধার করা মরদেহের মধ্যে বাংলাদেশি মরদেহও ছিল।