শুভকামনা চেয়ে ঢাকার পথে মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার রাতে বাংলাদেশে সফরের জন্য কলকাতা ছেড়েছেন। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মমতা ও সফরসঙ্গীদের নিয়ে দমদম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে।
urgentPhoto
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যে সোয়া ৬টার দিকে বিমানবন্দরে আসেন। তাঁর সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের নগর ও পুর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।
বিমানবন্দরে ঢোকার মুখেই উপস্থিত সাংবাদিকদের মমতা বলেন, ‘সবাই প্রার্থনা করুন, ভারত-বাংলাদেশ এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক যেন আরো সুন্দর, সুদৃঢ় ও দীর্ঘজীবী হয়। আগামী দিনে যাতে দুই দেশ আরো ভালোভাবে মিলেমিশে কাজ করতে পারে সেই প্রার্থনা করুন। দুই দেশের মা-মাটি-মানুষ আরো ভালো থাকুক সেই শুভকামনা করুন।’
ঐতিহাসিক সীমান্ত চুক্তির দলিল হস্তান্তর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে উপস্থিত থাকবেন মমতা। আগামীকাল শনিবার তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
এদিকে, দুদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।