সুন্দরবনের নদীতে ছাই নিয়ে ডুবছে জাহাজ
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন সংলগ্ন মাতলা ও বিদ্যাধরী নদীর সংযোগস্থলে ডুবে যাচ্ছে বাংলাদেশের জাহাজ ‘এম ভি অন্বেষণ’। গতকাল শনিবার রাতে নদীর চরে আঘাত লেগে জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকে জাহাজটির সামনের অংশ।
urgentPhoto
মৈপীঠ কোস্টাল থানা পুলিশ জানিয়েছে, জাহাজ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই নিয়ে বাংলাদেশের পথে রওনা দেয় জাহাজ ‘এম ভি অন্বেষণ’।
গতকাল গভীর রাতে মাতলা ও বিদ্যাধরী নদীর সংযোগস্থল দিয়ে যাওয়ার সময় চরে ধাক্কা লেগে জাহাজটির সামনের অংশ ভেঙে যায়। তার পর থেকে ধীরে ধীরে ডুবতে থাকে জাহাজটি।
মেসার্স আসাদুজ্জামান মাস্টার শিপিং লাইন্সের এই বাংলাদেশি জাহাজে মোট ১১ জনের মতো নাবিক রয়েছেন। তবে নাবিকরা প্রত্যেকেই এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন। আজ রোববার সকালে ঘটনা দেখামাত্র মাতলা নদীর দুই পারের বাসিন্দারা বিষয়টি স্থানীয় থানার পুলিশকে জানায়। তারপরই কুলতলি এবং মৈপীঠ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তবে দুপুর পর্যন্ত উদ্ধারকাজ শুরু করা যায়নি বলে জানা গেছে। মৈপীঠ কোস্টাল থানা জানিয়েছে, জাহাজটি উদ্ধারের জন্য সার্বিক চেষ্টা শুরু হয়েছে। জাহাজটি মেরামতের জন্য কলকাতা পোস্ট ট্রাস্টকেও খবর পাঠানো হয়েছে।