ঢাকায় মোদির মন্তব্যে ফুঁসছে পাকিস্তান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় পাকিস্তান সম্পর্কে করা বক্তব্যকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে পাকিস্তান। মোদি তাঁর বক্তব্যে পাকিস্তান ‘উৎপাত’ করছে এবং ভারতে সন্ত্রাসবাদ প্রচার করে ক্রমাগত সমস্যা তৈরি করছে বলে অভিযোগ করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলউল্লাহ বলেন, ‘দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে উৎপাত অভিহিত করে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য দুঃখজনক। পাকিস্তান প্রতিবেশী দেশ ভারতের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাস করে।’
বাংলাদেশ ভ্রমণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত সভায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রতিদিন পাকিস্তান ভারতকে বিরক্ত করে চলেছে, যা উৎপাত সৃষ্টি করছে এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে। এতে বিভিন্ন ঘটনা ঘটতেই আছে।’
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের কবজায় ৯০ হাজার পাকিস্তানি বন্দি থাকার প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের মনে যদি কোনো শয়তানি চিন্তা আসত, তাহলে আমরা জানি না কী ধরনের সিদ্ধান্ত আমরা নিতাম।’
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, এ বিষয়ে কাজী খলিলউল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রতি ভারতের মনোভাব সম্পর্কে জানা যায়।’ তিনি আরো বলেন, ‘এটা দুঃখজনক যে ভারতীয় রাজনীতিবিদরা জাতিসংঘের সনদ লঙ্ঘণ করে সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার মতো বক্তব্য দিচ্ছেন। এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মতো ঔদ্ধত্য দেখাচ্ছেন।’
বাংলাদেশ ও পাকিস্তান ধর্মীয় সম্প্রীতির শক্ত বন্ধনে আবদ্ধ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো বলেন, শুধু তাই নয়, দেশ দুটি একই সঙ্গে ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে।
খলিলউল্লাহ বলেন, ‘ভাতৃপ্রতীম দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনৈক্যের বীজ বপন করতে চায় ভারত। কিন্তু তারা কখনোই সফল হবে না।’
বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে নজর দিতেও আহ্বান জানিয়েছে পাকিস্তান।