গুগলে চাকরি চাইল শিশু, জবাব দিলেন সিইও
সাত বছর বয়সী ক্লোয়ি ব্রিজওয়াটার। যুক্তরাজ্যের বাসিন্দা ওই শিশু চাকরি চেয়ে চিঠি লিখেছিল গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের কাছে। আর ক্লোয়িকে অবাক করে দিয়ে উত্তরও দিয়েছেন পিচাই।
নিজ হাতে লেখা ওই চিঠিতে ক্লোয়ি জানিয়েছিল, গুগলে কাজ করতে ইচ্ছুক সে। কম্পিউটার, রোবট ও ট্যাবলেট খুব পছন্দ তার। এ ছাড়া স্কুলেও সে একজন ভালো ছাত্রী।
ক্লোয়ি উল্লেখ করে, গুগলে কাজের পাশাপাশি চকলেট কারখানায় কাজ করতে চায় সে। অলিম্পিকে সাঁতারও কাটতে চায়।
গুগলের সিইও ছাড়া সান্তা ক্লজের উদ্দেশেও একটি চিঠি লিখেছে ক্লোয়ি।
জনপ্রিয় ওয়েবসাইট বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাবা অ্যান্ডি ব্রিজওয়াটারের কাছে গুগলে কাজ করার ইচ্ছার কথা জানায় ক্লোয়ি। এর পর বাবার অনুপ্রেরণায় চিঠিটি লিখেছে সে।
ক্লোয়ির চিঠির জবাবে সিইও সুন্দর পিচাইয়ের কথাগুলো ছিল আরো সুন্দর। তিনি লেখেন, ‘তোমার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আমি জেনে খুশি হয়েছি যে তুমি রোবট ও কম্পিউটার পছন্দ করো এবং আশা করি, তুমি প্রযুক্তি নিয়ে পড়াশোনা চালিয়ে যাবে।’
‘আমি মনে করি, তুমি যদি পরিশ্রম করো ও সাথে স্বপ্ন পূরণে এগিয়ে যাও, তাহলে গুগলে চাকরি থেকে অলিম্পিকে সাঁতার কাটা পর্যন্ত সব ইচ্ছাই পূরণ হবে। পড়াশোনা শেষ হওয়ার পর আমি তোমার কাছ থেকে চাকরির আবেদনপত্রের অপেক্ষায় থাকব। তোমার ও তোমার পরিবারের জন্য শুভেচ্ছা।’
ক্লোয়ির বাবা সামাজিক যোগাযোগের মাধ্যম লিংকড ইনে লিখেছেন, এটা ক্লোয়ির আত্মবিশ্বাস বাড়াতে কাজ করবে। এটা তার দক্ষতা ও লেখাপড়ায় আগ্রহী করে তুলবে। এতে গুগলে কাজ করার তার লক্ষ্য পূরণে সহায়তা হবে। কয়েক বছর আগে ক্লোয়ি একটি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিল বলেও জানান তিনি।