কেজরিওয়ালের শপথে যেতে চান শিবসেনাপ্রধান!
নিমন্ত্রণ পেলে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় অরবিন্দ কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার প্রধান উদ্ধাব ঠাকরে। বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) বিপুল আসন পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে উদ্ধাব এ কথা বলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, নির্বাচনে মিত্র দল বিজেপির ভরাডুবির পর অরবিন্দ কেজরিওয়ালকে ফোনে অভিনন্দন জানান উদ্ধাব ঠাকরে। এ সময় তিনি কেজরিওয়ালকে পদত্যাগ না করতেও অনুরোধ করেন।
শিবসেনা প্রধান বলেন, ‘জনগণ প্রমাণ করেছে ঢেউয়ের চেয়ে সুনামি অনেক বড়। জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। এ বিষয়ে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত।’ তিনি বলেন, এএপির জয় বিজেপি, শিবসেনাসহ সব রাজনৈতিক দলের কাছে একটি সতর্কবার্তা।
ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবরে বলা হয়, নির্বাচনে পরাজয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন শিবসেনাপ্রধান। তিনি বলেন, ‘আমি মনে করি এই হারের দায় মোদির।’
ভারতের মহারাষ্ট্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের শরিক দল শিবসেনা। তবে দলটির সঙ্গে বিজেপির প্রায়ই বাদানুবাদ লেগে থাকে।
দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে কেজরিওয়ালের এএপি ৬৭টি পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি পেয়েছে মাত্র তিনটি আসন। নির্বাচনে দিল্লির সাবেক শাসক দল কংগ্রেস কোনো আসন পায়নি।