মোদির পরই বাংলাদেশে আসছেন ভারতের সেনাপ্রধান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর পরই বাংলাদেশ সফরে আসছেন দেশটির সেনাবাহিনীপ্রধান জেনারেল দলবীর সিং। বাংলাদেশ সেনাপ্রধানের আমন্ত্রণে আগামীকাল সোমবার ঢাকায় আসবেন তিনি।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সূত্রে বার্তাসংস্থা ইউএনবি জানায়, সফরকালে জেনারেল দলবীর সিং আগামী ১৬ জুন মঙ্গলবার চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) আলঙ্করিক অনুষ্ঠান প্রেসিডেন্ট কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া দ্বিপক্ষীয় একটি বৈঠকেও তিনি অংশ নেবেন।
গত ৬ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার নেতৃত্বে ৮১ সদস্যবিশিষ্ট সফরকারী দলে ছিলেন ভারতের সিভিল পর্যায়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
উইকিপিডিয়ার তথ্যমতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিং (সুহাগ), পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি ১৯৫৪ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ভারতের ২৬তম সেনাপ্রধান (সিওএএস)। চার তারকার এই গুর্খা সেনা কর্মকর্তা গত ৩১ জুলাই ২০১৪ সালে এই পদে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন । ১৯৮৭ সালে শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিয়েছিলেন। এর আগে তিনি সেনাবাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক ছিলেন।