যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিতে নিহত ৯
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে আফ্রো-আমেরিকানদের একটি গির্জায় এক বন্দুকধারীর গুলিতে নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফক্স নিউজের খবরে বলা হয়েছে, চার্লসটন শহরে ইমানুয়েল আফ্রিকান মেথোডিস্ট এপিসকোপাল গির্জায় এ হামলার পর থেকে বন্দুকধারী এখনো পলাতক রয়েছে।urgentPhoto
শহরের পুলিশপ্রধান গ্রেগরি মুলেন জানান, গির্জার ভেতরেই আটজন নিহত হন। কিছুক্ষণ পর আরেকজনের মৃত্যু হয়। তিনি বলেন, ‘আমার মনে হয়,বিদ্বেষ (কৃষ্ণাঙ্গদের প্রতি) থেকেই এই অপরাধ।’
পুলিশ জানায়,তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সন্দেহভাজন হামলাকারী একজন শ্বেতাঙ্গ। তাঁর বয়স আনুমানিক ২১। তাঁর পরনে ধূসর রঙের শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট ছিল।
স্থানীয় পোস্ট অ্যান্ড কুরিয়ার পত্রিকা জানিয়েছে, হামলার খবর পেয়ে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন গির্জায় একজন যাজক ছিলেন।
চার্লসটনের মেয়র জো রিলে পোস্ট অ্যান্ড কুরিয়ারকে বলেন, ‘আমরা এখনো এ হামলার ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছি। এখনো বিস্তারিত জানতে পারেনি।’ তিনি বলেন, ‘আমি বলতে পারি, এই ঐতিহাসিক চার্চে হামলা একটি হৃদয়বিদারক ট্র্যাজেডি। একজন শয়তান ও ঘৃণ্য লোক গির্জায় আসা প্রার্থনাকারীদের ওপর হামলা চালায়।’ পরিস্থিতি মোকাবিলায় চার্লসটন কাউন্টির শেরিফের সহকারী, অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ও এফবিআই স্থানীয় পুলিশকে সহায়তা করছে বলেও রিলে জানান।