শপথ অনুষ্ঠানে মোদিকে চান কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারেন সদ্য বিজয়ী আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। এ জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও চেয়েছেন তিনি।
দায়িত্ব গ্রহণের মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করার ঠিক এক বছর পর একই দিনে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন কেজরিওয়াল। ওই দিন তাঁর গাজিয়াবাদের বাড়ি থেকে রোড শো করে শপথ অনুষ্ঠানস্থল রামলীলা ময়দানে যাবেন তিনি। তবে রোববারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। কেননা, ওই দিন বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তানের খেলা রয়েছে। এএপির কয়েকজন নেতা জানিয়েছেন, একসঙ্গে ওই খেলা দেখতে পারেন তাঁরা।
এদিকে, শপথ নেওয়ার আগেই আজ বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও সংসদ বিষয়কমন্ত্রী ভেনকাইয়া নাইড়ুর সঙ্গে আজ কেজরিওয়ালের সাক্ষাৎ করার সময় নির্ধারিত রয়েছে।
দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে কেজরিওয়ালের এএপি ৬৭টি পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি পেয়েছে মাত্র তিনটি আসন। নির্বাচনে দিল্লির সাবেক শাসক দল কংগ্রেস কোনো আসন পায়নি।
নির্বাচনে বিপুল আসন পেয়ে এএপি জয়ী হওয়ায় মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালকে টেলিফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।