মার্কিন ‘মা বোমা’য় ৩৬ ‘জঙ্গি’ নিহত
আফগানিস্তানে মার্কিন ‘মা বোমা’ বিস্ফোরণে ৩৬ জন নিহত হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহতদের সবাই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য। কোনো ব্সোমরিক মানুষ এতে নিহত হয়নি।
গতকাল বৃহস্পতিবার নিজেদের সবচেয়ে শক্তিশালী বোমাটি আফগানিস্তানে নিক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সিএনএন জানিয়েছে, বোমাটির ওজন ২১ হাজার ৬০০ পাউন্ড। তবে এটি পরমাণু বোমা নয়। কিন্তু পরমাণু বোমার বাইরে এটিই যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা। বোমাটির নাম ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্ল্যাস্ট বোম্ব যা এমওএবি নামে পরিচিত। ওই বোমাকে বলা হয় ‘সব ধরনের বোমার মা’।
মার্কিন সেনাসূত্রে জানা যায়, এমসি-১৩০ বিমান থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। আফগানিস্তানের নানগড়হার প্রদেশের আচিন জেলায় ওই হামলা করা হয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি দাবি করেন, ওই বোমা হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। তিনি বলেন, ‘বেসামরিক ব্যক্তিরা নিহত হয়নি। বরং আইএসের ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।’
পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প জানান, বোমাটি একটি গুহার মুখে ফেলা হয়। ধারণা ছিল, ওখানেই আইএসের লোকজন আছে।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডব্লিউ নিকলসন জানিয়েছেন, আইএস ধ্বংস করার পরিকল্পনা থেকেই ওই এলাকায় অভিযান চালানো হয়। তিনি আরো জানান, আইএসও বিভিন্ন অস্ত্র দিয়ে নিজেদের সংগঠিত করছে।