বিরিয়ানির গন্ধে জরিমানা!
রেস্তোরাঁ থেকে ভেসে আসে বিরিয়ানির গন্ধ। সেটা সহ্য হয়নি আশপাশে থাকা কয়েকজনের। অভিযোগ যায় আদালতে। অবশেষে ওই রেস্তোরাঁকে জরিমানা করেছেন আদালত।
লন্ডনে এ ঘটনা ঘটেছে। ‘খুশি’ নামে ওই ভারতীয় রেস্তোরাঁকে জরিমানা করেছে যুক্তরাজ্যের একটি আদালত। মালিক শাবানা ও মোহাম্মদ খুশিকে ২৫৮ পাউন্ড করে জরিমানা করা হয়। এ ছাড়া অভিযোগকারীদের ক্ষতিপূরণ হিসেবে ৩০ পাউন্ড আদায় করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রেস্তোরাঁয় ‘যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা’ নেই। এ কারণে ওই রেস্তোরাঁর রান্নার গন্ধ ছড়িয়ে পড়ে।
‘খুশি’ রেস্তোরাঁটি একটি আবাসিক এলাকায়। পাঞ্জাবি খাবারই বেশি পরিবেশন করা হয়। স্থানীয় একাধিক বাসিন্দা ‘বিরিয়ানি’ ও ‘ভাজি’র গন্ধ নিয়ে আপত্তি জানায়। তাঁদের অভিযোগ, বাসার জানালা দিয়ে রান্নার গন্ধ প্রবেশ করে। গন্ধ ‘খুবই শক্তিশালী’ এবং তা কাপড়ে লাগে, গন্ধ সরাতে ওই কাপড় ধুতে হয়।
আদালতের বিচারক ছিলেন ক্রিস্টিনা হ্যারিসন। ‘খুশি’র পক্ষে আইনজীবী নেইল ডগলাস আদালতকে জানান, স্থানীয় ব্যবসায়ীরা ও কাউন্সিলররা ওই রেস্তোরাঁকে সমর্থন করেছেন। তাঁরা জানিয়েছেন, গন্ধ সংক্রান্ত কোনো সমস্যায় পড়েননি তাঁরা।
তবে রেস্তোরাঁর দুই মালিকের দাবি, তাঁদের প্রতিষ্ঠানে যথাযথ সবই আছে।
খুশির শাবানা বলেন, ‘আমরা ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা মনে করি অল্প কয়েকজন আমাদের টার্গেট করেছে। অন্যরা বলছেন, তাঁরা রেস্তোরাঁয় প্রবেশ না করা পর্যন্ত কোনো গন্ধ পান না।’
‘খুশি’র আরেক মালিক মোহাম্মদ (৪৬) বলেন, ‘এটা খুবই হতাশজনক। আপনি যখন ব্যবসা শুরু করেন, তখন সফল হওয়ার জন্য সবকিছুই করার চেষ্টা করেন।’