কাক-ইঁদুরের লড়াই, ভিডিও ভাইরাল
বলা হয়, প্রকৃতি সব বিস্ময়ের জন্মদাত্রী। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সেই নজির মিলেছে আবারও। যুক্তরাজ্যের একটি ফুটবল প্রশিক্ষণ মাঠে ইঁদুর ও কাকের লড়াইয়ের দৃশ্য নজর কেড়েছে সবারই।
ভাইরাল হওয়া ভিডিওটি প্রকাশ করেছে লংরুম ডটকম। প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, ফুটবল মাঠের পাশের নালা থেকে উঠে আসে একটি ইঁদুর। এসে মাঠে দিব্যি পায়চারি করে বেড়াচ্ছিল ইঁদুরটি। কিছুক্ষণ পরে একটি কাক উড়ে এসে ইঁদুরটিকে আক্রমণ করে।
অমনি বাঁধে লড়াই। কাকটি প্রথমে ইঁদুরের লেজ ঠুকরে তাকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ঘুরে পাল্টা আক্রমণ করে ইঁদুরটি। প্রায় দেড় মিনিট ধরে চলে এই কাক-ইঁদুরের লড়াই। আর এই ভিডিওটি ভাইরাল হলে দেখে বিস্ময় প্রকাশ করেছেণ অনেকেই।
শেষমেশ অবশ্য জিত হয়েছে ইঁদুরেরই। বেশকিছুক্ষণ লড়াইয়ের পর অবশেষে রণে ভঙ্গ দেয় কাকটি। আর ইঁদুরও ফিরে যায় নিরাপদ আশ্রয়ে, ফুটবল মাঠের পাশের নালায়।