স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ চান মিয়ানমারের ভিক্ষুরা
মিয়ানমারে স্কুলছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করার প্রস্তাব করেছে দেশটির বৌদ্ধভিক্ষুদের সংগঠন মা বা থা। হিজাব ‘স্কুলের শৃঙ্খলার সঙ্গে যায় না’ উল্লেখ করে সংগঠনটি এ নিষেধাজ্ঞার প্রস্তাব করে।
দ্য গার্ডিয়ান-এর খবরে বলা হয়, বর্ণ ও ধর্ম রক্ষা আন্দোলন হিসেবে পরিচিত মা বা থা সম্প্রতি ইয়াঙ্গুনে এক সম্মেলনের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৩ হাজারের মতো ভিক্ষু অংশ নেন। সম্মেলনে বৌদ্ধ জাতীয়তাবাদী বিভিন্ন কর্মসূচি প্রচারের পরিকল্পনা হয়। এর একটি স্কুলছাত্রীদের হিজাব বা বোরখার বিরুদ্ধে তৎপরতা।
বৌদ্ধ-অধ্যুষিত মিয়ানমারে মুসলমানদের করণীয় ইঙ্গিত করে ম বা থার পক্ষ থেকে বলা হয়, ‘মুসলমান ছাত্রীদের বোরখা পরার ওপর নিষেধাজ্ঞা দিতে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাব। একই সঙ্গে ঈদে নিরীহ প্রাণীদের হত্যার ওপর নিষেধাজ্ঞা আনারও দাবি জানানো হবে।’
এ বিষয়ে ম বা থার সদস্য ভিক্ষু ইউ পামাউক্ষা বলেন, ‘যেহেতু তারা (মুসলমান) মিয়ানমারে বসবাস করছে, সেহেতু তাদের উচিত এ দেশের নিয়মকানুন মেনে চলা। আমরা তাদের ধর্মকে লক্ষ্যবস্তু বানানো কিংবা তাদের আক্রমণ করছি না।’