ব্রিটেনে সাইবার হামলার শিকার স্বাস্থ্যসেবা, অর্থ দাবি
ভয়াবহ সাইবার বিপর্যয়ে পড়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। সাইবার হামলার শিকার হয়েছে এনএইচএসের ডিজিটাল ব্যবস্থা। ওই সেবার ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা।
তথ্য ফিরে পেতে টাকা দিতে হবে হ্যাকারদের। এমনই দাবি করেছে হ্যাকাররা।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হাসপাতালগুলো ফোন লাইন ও কম্পিউটার ব্যবহার করতে গিয়ে ওই অবস্থা দেখতে পায়। দেশটির বিভিন্ন এলাকার হাসপাতালের ডিজিটাল ব্যবস্থা ওই সাইবার হামলার কারণে ভেঙে পড়েছে। পাওয়া যাচ্ছে না সেবা ও রোগী সম্পর্কিত তথ্যগুলো। চিকিৎসকরাও জানিয়েছেন ওই ব্যবস্থায় কাজ করতে পারছেন না তাঁরা।
দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির ১৬টি হাসপাতাল সাইবার হামলার শিকার হয়েছে। লন্ডন, নটিংহ্যাম, ব্ল্যাকবার্ন, হার্টফোর্ডশায়ার এবং কামব্রিয়ার মতো এলাকার হাসপাতালগুলো এ সাইবার হামলার শিকার হয়েছে।
ডিজিটাল ব্যবস্থা ভেঙে পড়েছে। রোগীরা সেবা নিতে ছুটছেন অন্য হাসপাতালে।
একজন চিকিৎসক বললেন, ‘আমাদের হাসপাতাল বন্ধ হয়ে গেছে। কম্পিউটারে আমরা একটি বার্তা পেয়েছি, যেখানে বলা হয়েছে আমাদের কম্পিউটার তাঁদের নিয়ন্ত্রণে এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে।’
কম্পিউটারে বার্তা দেওয়া হচ্ছে, যদি ব্যবহারকারী ৩০০ ডলার একটি নির্দিষ্ট ঠিকানায় পরিশোধ করে তবে তথ্য পুনরুদ্ধার করতে পারবে। বার্তায় আরো বলা হয়, সময় যত যাবে ততই টাকার পরিমাণ বাড়বে এবং ফাইলগুলো মুছে যেতে থাকবে।
এনএইচএস থেকে বলা হচ্ছে, আইটি (তথ্যপ্রযুক্তি) ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে। তথ্য রক্ষার জন্যই এ ব্যবস্থা। এর মানে দাঁড়াচ্ছে সব ব্যবস্থা এখন ‘অফ লাইনে’ এবং হাসপাতালগুলো কোনো ফোনকল নিতে পারছে না।
ইস্ট এবং নর্থ হার্টফোর্ডশায়ার এনএইচসি থেকে বলা হয়েছে, দুর্ঘটনা ও জরুরি বিভাগে (এ অ্যান্ড ই) না যাওয়ার জন্য। বেশি জরুরি হলে একটি নির্দিষ্ট নম্বরে ফোন দেওয়ার জন্য বলা হয়।