গ্রিসকে ইউরো থেকে বের করার হুমকি
ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে গ্রিসকে ইউরো অঞ্চল থেকে বের করে দেওয়া হবে বলে ইউরোপীয় ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন।
আগামী রোববার অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তার সমর্থনে গ্রিসের রাজধানী এথেন্সে হাজার হাজার মানুষ সমাবেশ করছে।
গ্রিসে আগামী ৫ জুলাই দাতাদের দেওয়া অর্থনৈতিক পুনরুদ্ধার সহায়তা (বেলআউট) প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।
জার্মান ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেন, এই গণভোটই নির্ধারণ করে দেবে গ্রিস ইউরো অঞ্চলে থাকবে কি না।
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস জনগণের প্রতি ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তিনি চান, গ্রিস ইউরো অঞ্চলে থাকুক। গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সিপ্রাস সমঝোতা আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে তার সরকারকে একটি অবস্থানে থাকতে জনগণের প্রতি ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গ্রিসের জনগণ যদি ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দাতাদের প্রস্তাব মেনে নেয়, তাহলে তিনি বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করবেন এবং পদত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর এ অবস্থানের পক্ষে হাজার হাজার সমর্থক এথেন্সে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করছে। তারা দাতাদের বেলআউট প্রস্তাবের বিরুদ্ধে স্লোগান দেয়।
গ্রিস ও ঋণদাতাদের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর এ সপ্তাহে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে। গ্যাব্রিয়েল ও ইউরো অঞ্চলের অন্য নেতারা বলেন, ইউরো অঞ্চলে থাকতে চায় নাকি বেরিয়ে যেতে চায়, আগামী রোববার (৫ জুলাই) গ্রিসের ভোটারদের সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।