রাস্তায় যাজিকার ফুটবল কসরত, ভিডিও ভাইরাল
কখনো গির্জার যাজিকাদের (নান) রাস্তায় এসে ফুটবল খেলতে দেখেছেন? দেখেননি নিশ্চয়ই। কিন্তু এই দৃশ্য দেখে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের অনেকের চোখ ছানাবড়া।
কারণ, শহরটির গির্জার একজন নান গ্রাডা ও’কনেল নামের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে রাস্তায় ফুটবলের কসরত দেখিয়েছেন।
আয়ারল্যান্ড পুলিশ ১ জুন ভিডিওটি তাদের ফেসবুক পেজে শেয়ার করলে এটি ভাইরাল হয়ে যায়। মাত্র চার দিনেই ভিডিওটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে। শেয়ার হয়েছে ১৩ হাজার বার।
ভিডিওতে দেখা যায়, গ্রাডা ও’কনেল নামের একজন পুলিশ অফিসারের সঙ্গে নানের পোশাক পরিহিত একজন ‘কিপি আপি’ স্টাইলে ফুটবল খেলছেন। ‘কিপি আপি’ হলো ফুটবল খেলার একটা ধরন, যাতে খেলোয়াড়রা তাঁদের হাত ও বাহু ব্যবহার না করে বল ওপরে রাখতে চেষ্টা করেন।
আইরিশ পুলিশ ভিডিওটির ক্যাপশনে লিখেছে, ‘হেনরি সেন্ট পুলিশিং ইউনিটের সদস্য গ্রাডা ও’কনেল একজন ডমেনিকান সিসটারের সঙ্গে কিপি আপি খেলেন। তিনি লিমেরিকের গ্লেন্থওর্থ রোডে অবস্থিত সেন্ট সেভিয়ারস ডোমেনিকান চার্চে ২৫-২৭ মে অনুষ্ঠিত আওয়ার লেডি অব লিমেরিক ট্রিডুম অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।’