দীর্ঘমেয়াদি বিরোধ চায় না কাতার : তুরস্ক
সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) তিন দেশ ও মিত্রদের কূটনৈতিক বিরোধের দ্বিতীয় সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, দীর্ঘমেয়াদে বিরোধ জিইয়ে রাখতে চায় না কাতার।
কুয়েতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল সাবাহর সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে এই মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
কাতার সংকটের চলমান পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে কথা বলতে বৃহস্পতিবার কুয়েতে যান কাভুসোগলু। সেখানে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংকট নিরসনে তুরস্ক মধ্যস্থতা করতে চায় বলে জানান তিনি।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতার তাদের বিরদ্ধে ওঠা অভিযোগের সত্যতা জানতে চায়। তিনি বলেন, ‘সমস্যা সমাধানে নিরপেক্ষভাবে আমরা আমাদের অভিমত তুলে ধরেছি। ভুলটা কোথায়, তা আমরা কোনো রকম দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই বলেছি।’
‘সমস্যাটা কী। অভিযোগটাই বা কী, এর পক্ষে প্রমাণই বা কী? এ সমস্যা সমাধানে আমাদের আলোচনায় বসা উচিত। অবরোধ দিয়ে এ সমস্যা সমাধান করা সম্ভব নয় বরং এটা আরো বহুদূর গড়াবে। উত্তেজনা না বাড়িয়ে যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যার সমাধান করা দরকার। ’
কুয়েত সফরের পর শুক্রবার সৌদি আরবে যাওয়ার কথা কাভুসোগলুর। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি সমস্যা সমাধানে তাঁর দেশের ‘আন্তরিক মনোভাব’ তুলে ধরবেন।