লন্ডনে মুসলমানদের ওপর হামলাকারী কে?
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরা মুসল্লিদের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। রোববারের রাতের ওই হামলায় একজন নিহত হন। আহত হন কমপক্ষে ১১ জন।
পুলিশ জানায়, হামলাকারীর নাম ড্যারেন অসব্রোন (৪৭)। চার সন্তানের পিতা ড্যারেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এদিকে, হামলাকারীর পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর ড্যারেনের পরিবারের সদস্যরা এক বিবৃতিতে বলেন, ‘এটা অবিশ্বাস্য। আসলেই ঘটনাটা বুঝে উঠতে পারছি না।’
এদিকে লন্ডন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রেসিডা ডিক জানিয়েছেন, ‘এটা পরিষ্কারভাবে মুসলিমদের ওপর আক্রমণ। এ সম্প্রদায়ের নিরাপত্তায়, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে আরো পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।’
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের উত্তরাঞ্চলে ফিনসবেরি পার্ক এলাকার সেভেন সিস্টার্স রোডে ওই হামলার ঘটনা ঘটে। সে সময় মুসল্লিরা ফিনসবেরি পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন। তখন একটি গাড়ি তাঁদের ওপরে উঠে যায়।
এ বিষয়ে এক নারী প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘জানালা থেকে আমি মানুষের আর্তনাদ শুনতে পাই। সবাই চিৎকার করছিল। একটি ভ্যানগাড়ি লোকজনকে ধাক্কা দেয়।’
‘একটি সাদা ভ্যানগাড়ি ফিনসবেরি পার্কের পাশে দাঁড়িয়ে ছিল। মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে ভ্যানটি মুসল্লিদের চাপা দেয়। আমি হামলাকারীকে দেখিনি। কিন্তু তাঁকে আটক করা হয়েছে। আমি শুধু গাড়িটি দেখেছি’, বলেন তিনি।
এর আগে গত ৩ জুন লন্ডন ব্রিজের কাছে একটি মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে আটজন নিহত হন। আহত হন কমপক্ষে ৫০ জন।