ফেসবুকে দেখিয়ে আত্মহত্যার চেষ্টা
আত্মহত্যা করার চেষ্টা করছিল সে। পাহাড়ের চূড়ায় উঠেছিলও সে। একইসঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি সরাসরি প্রচারও (লাইভ) করছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতে এ ঘটনা ঘটে। খালিজ টাইমস জানিয়েছে, আত্মহত্যার চেষ্টা করা ওই যুবক একজন জার্মান। আমিরাতের রাস আল খাইমাহর পুলিশ রাত ২টার দিকে তাকে উদ্ধার করে।
পারিবারিক বিরোধের কারণে ওই যুবক আত্মহত্যা করতে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ওই যুবকের ছোট ভাই এ ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে।
পুলিশের তদন্ত কর্মকর্তারা জানান, ওই যুবকের ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টার ভিডিওটি মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পুলিশ খবর পেয়ে ওই যুবককে একটি পাহাড়ের চূড়া থেকে উদ্ধার করে।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ প্রথমে তাঁর অবস্থান চিহ্নিত করে। তারপর সেখানে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও মেডিকেল টিম পাঠায় পুলিশ। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই যুবক এখন শঙ্কামুক্ত। তবে তাকে চিকিৎসার জন্য আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে।