গ্রেনফেলের মতো আরো ভবন আছে লন্ডনে
লন্ডনে পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ারের বাইরের স্তরটা ছিল বেশ দাহ্য। অর্থাৎ সহজেই পুড়ে যাওয়ার মতো। অগ্নিকাণ্ডে তাই গ্রেনফেল টাওয়ারের ধ্বংস হতে বেশি সময় লাগেনি। লন্ডনের কয়েকশ ভবনের গড়ন এমন বলেই ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
কেবল ধারণা নয়, লন্ডনের চারটি এলাকার সাতটি টাওয়ার পাওয়া গেছে, যার গড়ন একেবারে গ্রেনফেল টাওয়ারের মতো।
দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাজ্যে ডিপার্টমেন্ট ফর কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্টের (ডিসিএলজি) পরীক্ষায় এসব তথ্য পাওয়া গেছে।
গত সপ্তাহে গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। এখন পর্যন্ত ৭৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পশ্চিম লন্ডনে প্রায় ৬০০ বহুতল ভবন আছে, যেসব ভবনের বাইরের অংশটুকু গ্রেনফেলের মতোই গড়া। এসব বিষয়ে তথ্য দেওয়ার জন্য কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী টেরিজা মে জানিয়েছেন, ভবন ও ভবনের বাসিন্দাদের রক্ষায় স্থানীয় কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ভবনের বাসিন্দাদেরও এ ব্যাপারে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী আরো জানান, সরকার ভবনগুলো পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে। ভবন মালিকদের নিজেদের ভবনের গঠন সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
ডিসিএলজি বিষয়টি তদারকি করছে। পরীক্ষার জন্য প্রতিদিন ১০০ নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, সরকার স্থানীয় বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে। ওই মুখপাত্র বলেন, ‘আমাদের দেখতে হবে এ নিয়ে আমাদের অবস্থান কোথায়।’
ভবনের বাইরের অংশ গ্রেনফেলের মতো হলে কী হবে জানতে চাইলে ওই মুখপাত্র বলেন, ‘ভবন ঝুঁকিতে আছে কি না জানতে আমরা আবার পরীক্ষা করব।’ তিনি বলেন, ‘কেউ নিরাপত্তাহীনতায় থাকবে না। যদি ভবনে ঝুঁকি থাকে তবে ভবনের মালিককে বলা হবে যেখানে সম্ভব সেখানে বিকল্প ব্যবস্থা করে দিতে।’