রমজানে ছোট পোশাক পরায় তরুণীকে আক্রমণ!
রমজান মাসে ছোটখাটো পোশাক পরায় বাসের মধ্যে এক তরুণী আক্রমণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৪ জুন তুরস্কের ইস্তাম্বুল শহরে।
এ ঘটনার পর আক্রমণকারী যুবককে তাৎক্ষণিক আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেছেন, তিনি প্ররোচিত হয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেটি অনলাইন জগতে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছে।
ওই তরুণীর নাম আসিনা মেলিসা সাগলাম। তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ঘটনার দিন তিনি ইস্তাম্বুলে একটি বাসে চড়ে যাচ্ছিলেন। তাঁর পেছনে বসে ছিলেন এক যুবক। তিনি বাস থকে নেমে যাওয়ার সময় ওই তরুণীকে গালে চপেটাঘাত করেন।
এএফপির প্রতিবেদন অনুযায়ী সাগলাম বলেছেন, ছোট পোশাক পরায় ওই ব্যক্তি তাঁকে নানা কথা বলে হয়রানি করেন। তিনি বলেন, রমজান মাসে ছোটখাটো পোশাক পরা ঠিক নয়।
গ্লোবাল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের একটি সংবাদমাধ্যমকে ওই তরুণী বলেছেন, পেছনের সিটে বসে থেকে আক্রমণকারী যুবক তাঁর পোশাক নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, এমন পোশাকের জন্য তোমার লজ্জা হওয়া উচিত।
ভিডিওটিতে দেখা যায়, ইস্তাম্বুল শহরে চলাচলকারী একটি বাসে কয়েকজন যাত্রী ছিলেন। নির্ধারিত স্টপেজে আসার একটু আগেই ওই বাসটি থেকে এক যুবক নেমে যান।
এরপর বাসটিতে ছিলেন চারজন যাত্রী। ওই তরুণীকে আক্রমণকারী যুবক গন্তব্যে নামার জন্য হঠাৎ উঠে দাঁড়ান। এর পর তিনি বেরিয়ে আসার সময় সামনের সিটে বসে থাকা ওই তরুণীর গালে আঘাত করেন। তখন ওই তরুণীও পিছে পিছে ছুটে এসে ওই ব্যক্তিকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় ওই যুবক তরুণীকে ধাক্কা দিয়ে বাস থেকে নেমে যান। আর তরুণীটি সেখানে বসে পড়ে কান্না করতে থাকেন। তবে ঘটনার সময় বাসে থাকা অন্য যাত্রীরা এর কোনো প্রতিবাদ করেননি।