পরীক্ষায় জুতা পরা যাবে না, পরতে হবে স্যান্ডেল!
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয় লাখের বেশি শিক্ষার্থীকে আবারও পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গত মাসে সর্বোচ্চ আদালতের দেওয়া এ নির্দেশে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের জুতা পরে আসতে মানা করা হয়েছে। পরিবর্তে তাদের স্যান্ডেল পরে আসতে বলা হয়েছে। এ ছাড়া পোশাকের ওপর বিভিন্ন কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, হলে শিক্ষার্থীদের হাফ হাতা হালকা রঙের পোশাক পরে আসতে হবে। তারা বড় বোতামওয়ালা শার্ট পরতে পারবে না। কানে দুল পরতে পারবে না এবং সঙ্গে ক্যালকুলেটর, কলম, হাতব্যাগ ও মানিব্যাগ আনতে পারবে না।
ভারতে পরীক্ষার সময় মাঝেমধ্যেই শার্টের সঙ্গে ব্লুটুথ ও মোবাইল সিমকার্ড সেলাই করে হলে ঢুকে শিক্ষার্থীরা। গত কয়েক বছরে বেশ কিছু শিক্ষার্থীকে বোতাম ক্যামেরা ও ক্ষুদ্র ইয়ারপ্লাগ ব্যবহার করে নকল করা অবস্থায় ধরা হয়েছে।
প্রশ্নপত্র স্ক্যান করে ছোট ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে বাইরে পাঠাতে পারে এমন কলমও ব্যবহার করতে দেখা গেছে। কিছু কিছু ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি পরীক্ষার হলের বাইরে পাঠিয়ে পেশাদার ব্যক্তিদের কাছ থেকে উত্তর জোগাড় করতেও দেখা গেছে।
নকল সহায়ক ওই সব ছোট ছোট যন্ত্র লুকিয়ে রাখা বন্ধেই এই পোশাক নীতিমালা। এ ছাড়া ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা কেলেঙ্কারির সঙ্গে জড়িত কয়েক হাজার জনকে আটক এবং ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনের রহস্যজনক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতেও এমন নীতিমালা নেওয়া হয়েছে।