শ্রীনগরে এশিয়ার দীর্ঘতম ইফতার আয়োজন
এশিয়ার দীর্ঘতম ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের শ্রীনগরের ডাললেকের তীরে। অন্তত এমনটাই দাবি ইফতার আয়োজকদের। গতকাল শনিবার সন্ধ্যায় ডাল লেকের পাশের এক দশমিক ৬ কিলোমিটার জুড়ে রাস্তায় ইফতারের এই আয়োজন করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, এর আগে এশিয়ার দীর্ঘতম এক দশমিক ৩ কিলোমিটার ইফতারের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। এ ছাড়া দুই বছর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আল নুর মসজিদের সামনের রাস্তায় ‘জয় অব গিভিং’ নামে ১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের আরেকটি ইফতার আয়োজন করা হয়েছিল।
দীর্ঘতম এই ইফতার আয়োজন ঘিরে শনিবার সকাল শ্রীনগরে ছিল রীতিমতো সাজ সাজ রব। ইফতার আয়োজনে অংশ নেন প্রায় ৪৫ হাজার মানুষ। মাইকিং করে, বিভিন্ন গ্রাম ও শহরে স্বেচ্ছাসেবক কমিটি করে স্থানীয় অধিবাসীদের আমন্ত্রণ করে আনা হয়। আমন্ত্রিতদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে জন্য সকাল থেকেই রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েন আয়োজকরা। ডাল লেকের তীরে মাদুর বিছিয়ে সবার জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল। ছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থাও। ডাল লেকের তীরে প্রায় দুই কিলোমিটার জায়গায় লাগানো হয় রঙিন আলোর ঝালর।
ইফতার অনুষ্ঠানের অন্যতম আয়োজক আহমেদ খান জানান, এর আগে কখনো জম্মু কাশ্মীর উপত্যকার বুকে এমন ইফতারের আয়োজন করা হয়নি। এমনকি সমগ্র ভারতের কোথাও এমন আয়োজন আগে হয়নি বলেও দাবি করেন তিনি।
আহমেদ খান বলেন, দীর্ঘতম এই ইফতার আয়োজনে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমন্ত্রণ জানানো হয়েছিল এতিম (অনাথ) শিশুদেরও। সবাইকে নিয়ে একদিন ইফতার করতে পেরে এবং ইফতারের আয়োজন করতে পেরে আমরা সবাই খুব খুশি।’