মনমোহনের রক্ষীকে চড়, নারীর বিরুদ্ধে মামলা
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিরাপত্তারক্ষীকে চড় মারায় এক নারীর বিরুদ্ধে মামলা করেছে দিল্লির পুলিশ। গত ১০ জুলাইয়ের ঘটনায় আজ বুধবার মামলা করা হয়েছে।
গত ১০ জুলাই দিল্লির ডব্লিউ ডব্লিউ এফ মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ছিল। সাবেক প্রধানমন্ত্রী সেদিন অনুষ্ঠানস্থলে নির্ধারিত সময়ের আগেই পৌঁছেছিলেন। ফলে তাঁর নিরাপত্তার খাতিরে সাংবাদিক ও দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। সে সময় মিলনায়তনের ফটক দিয়ে প্রবেশ করতে না দেওয়া নিয়ে মনমোহন সিংয়ের এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বাগবিতণ্ডা হয় ভিনদেশি এক নারীর। এরই একপর্যায়ে ওই নিরাপত্তারক্ষীকে চড় মারেন তিনি।
এবিপি লাইভ অনলাইন জানিয়েছে, ওই নারী তুরস্কের নাগরিক বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
ভিডিওতে দেখা যায়, এক নারী মিলনায়তনের ফটকের ভেতরে ঢুকতে চাইছেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে তাঁকে ঢুকতে দিচ্ছে না। সে সময় পাশে দাঁড়িয়ে ওই নারী চিৎকার করে নিরপত্তারক্ষীর চাকরি থাকবে না বলে হুমকি দেন। এরপর কিছুক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকেন ওই নারী। এরপর হঠাৎ করেই ওই নিরাপত্তারক্ষীকে চড় মারেন তিনি। এরপর সেখানে উপস্থিত অন্য আরেকজন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। এরপর শিগগিরই এ বিষয়ে সমাধানের ব্যবস্থা করবেন এমন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
এই পুরো ঘটনা পাশে দাঁড়িয়ে ভিডিও করা হয়। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গত চারদিনে লক্ষাধিকবার শেয়ার করা হয়েছে এ ঘটনার ইউটিউব লিংকটি। এ ছাড়া ভারতের ফেসবুক ব্যবহারকারীরাও বিভিন্ন মন্তব্য আর সমালোচনা যোগ করে শেয়ার করছেন এ সংক্রান্ত খবর ও ভিডিওটি।