খুশির ঈদে মেতেছে ভারত
এক মাসের সিয়াম সাধনা শেষে আজ উদযাপিত হচ্ছে খুশির ঈদ। সারা বিশ্বের মতো ভারতেও চলছে ঈদ উৎসব। ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চলছে ঈদ উৎসব। দেশের উত্তর থেকে দক্ষিণ ঈদের আনন্দে মাতোয়ারা হয়েছে সবাই। নানা প্রান্তে সকাল থেকেই মসজিদগুলোতে চলছে নামাজ আদায়। খুশির ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপতি টুইট করে তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, ‘পবিত্র ঈদ আমাদের সব বিভেদ ঘুচিয়ে দিক।’ ঈদ উপলক্ষে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সংহতি, সৌভ্রাতৃত্বের ঐতিহ্য ও সংস্কৃতির কথা উল্লেখ করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে দেওয়া তাঁর ঈদ শুভেচ্ছায় দেশে শান্তি, একতা ও সৌভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার আহ্বান জানান। শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় নতুন পোশাক পরে মসজিদে মসজিদে চলছে প্রার্থনা-নামাজ আদায়। রাজধানী দিল্লির পাশাপাশি দেশের বিভিন্ন অংশে নামাজের মধ্য দিয়ে ঈদ উৎসব উদযাপন শুরু হয়ে গেছে। ঈদের নামাজ পড়তে দিল্লির জামে মসজিদে মানুষের ঢল নেমেছে। অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নিয়েছেন। জম্মু-কাশ্মীরের শ্রীনগরেও চলছে ঈদের নামাজ।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালেও সাধারণ মানুষের সঙ্গে ঈদের উৎসব উদযাপন করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। সারা দেশের সঙ্গে শামিল হয়ে কলকাতাতেও উদযাপিত হচ্ছে ঈদ উৎসব। কলকাতার রেড রোডে রাজ্যের সব থেকে বড় ঈদের নামাজে শামিল হয়েছেন বহু মানুষ। রেড রোডের ঈদ অনুষ্ঠানে মিলিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ ছাড়া উপস্থিত রয়েছেন কলকাতার মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসন। শুক্রবার মেঘে ঢাকা আকাশে চাঁদ দেখার পরই দিল্লির জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি জানিয়ে দেন, কাল (শনিবার) সারা দেশে ঈদ উদযাপিত হবে। সেই মতোই আজ শনিবার সকাল থেকে ঈদের খুশিতে মেতে ওঠে গোটা দেশ। সকালে নামাজের মাধ্যমে প্রার্থনা সেরে একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আমেজে মাতোয়ারা হচ্ছে সরা দেশ। খুশির ঈদে সবকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, ফুরফুরা শরিফের বড়ো পীর ইব্রাহিম সিদ্দিকী প্রমুখ। কলকাতার রেডরোড ছাড়াও নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদসহ রাজ্যের সব মসজিদ ও ঈদগাহে চলছে ঈদের নামাজ শেষে বিশেষ প্রার্থনা।