কলকাতার ঈদগাহ ময়দানে দিল্লির লালকেল্লা
খুশির ঈদের মধ্য দিয়েই উৎসব মৌসুমের সূচনা হয়ে গেল কলকাতার বাঙালির। এবার ঈদে কলকাতার উপকণ্ঠে বারাসাতে দেখা মিলেছে সুদূর দিল্লির লালকেল্লা। ঈদগাহের থিম ভাবনা হিসেবেই লালকেল্লাকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে বারাসাত ময়নার আলগড়িয়া ঈদ উৎসব উদযাপন কমিটি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঈদ উৎসবকে আরো আবেগঘন ও আনন্দদায়ক করে তুলতেই মূলত নির্মাণ করা হয়েছে এ লালকেল্লা।
গতকাল শুক্রবার বিকেল থেকেই হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ দলে দলে এসে ভিড় জমাতে শুরু করেন ‘লালকেল্লায়’। এ বছর ঈদের মধ্য দিয়েই মূলত পশ্চিমবঙ্গবাসীর উৎসব মৌসুমের সূচনা ঘটেছে। এরপরই রয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদোৎসব। সেই শারদোৎসবে প্যান্ডেলে প্যান্ডেলে দেখা যাবে হাজারো থিমের ছড়াছড়ি।
আসলে সেই থিম ভাবনায় আলাদা একটা কৃতিত্ব উৎসব মৌসুমের শুরুতেই তুলে ধরল বারাসাতের আলগড়িয়া ঈদ উৎসব উদযাপন কমিটি। হুবহু দিল্লির লালকেল্লার অনুকরণে নির্মিত হয়েছে এ স্থাপনা।
ঈদ উৎসব উদযাপন কমিটির সভাপতি হাজি মানোয়ার আলী এনটিভি অনলাইনকে জানান, প্রায় দুই লাখ টাকা ব্যয়ে লালকেল্লা নির্মাণ করা হয়েছে। ১০ জনের একটি কারিগর দল এক সপ্তাহের চেষ্টায় এ প্যান্ডেল নির্মাণ করে। ঈদের আগের দিন অর্থাৎ শুক্রবার বিকেলে চলছিল প্যান্ডেল নির্মাণের শেষ বেলার কাজ। বাঁশ, কাঠ, প্লাই, কাপড় আর শোলার কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে লালকেল্লাকে।
মানোয়ার আলী আরো জানান, ‘দিল্লির লালকেল্লার অনুকরণে উচ্চতা এবং ডিজাইন অক্ষুণ্ণ রাখা হয়েছে আমাদের প্যান্ডেলে। প্যান্ডেলের ভেতর প্রবেশ করলে দর্শনার্থীরা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ভাস্কর্য। দর্শকরা এক লহমায় ইতিহাসের অতীতে অবগাহন করতে পারবেন। যাঁরা কখনো ইতিহাসপ্রসিদ্ধ দিল্লির লালকেল্লাকে দেখেননি, তাঁরা প্যান্ডেলে এসে লালকেল্লা দেখার সাধ কার্যত ৮০ শতাংশের ওপর পূরণ করতে পারবেন।
ঈদ উপলক্ষে শুক্রবার রাত থেকেই সাজতে শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের এই এলাকা। রঙিন আলোর রোশনাইয়ে ঝলমল করে উঠেছে চারপাশ। আর প্রকৃতির খামখেয়ালিপনা বৃষ্টিকে উপক্ষো করে লালকেল্লা দেখতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ দলে দলে ভিড় করছে প্যান্ডেল প্রাঙ্গণে।