আলজেরিয়ায় ১৪ সেনা হত্যার দাবি আল-কায়েদার
আলজেরিয়ায় ১৪ সেনা হত্যার দাবি করেছে আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা। এক টুইটার বার্তায় স্থানীয় সময় শনিবার এ দাবি করে সংগঠনটি। ওই বার্তায় দাবি করা হয়, শুক্রবার রাতে আলজেরিয়ায় ঈদুল ফিতরের ছুটির প্রথম দিন এ হামলা চালানো হয়েছে।
আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেব (একিউআইএম) শনিবার রাতে অনলাইনে এক বিবৃতিতে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-খবর পত্রিকায় প্রকাশিত এক সংবাদের বরাতে বাসস জানায়, আনি ডেফ্লা প্রদেশের দক্ষিণের একটি বনভূমি এলাকা তিফরানে যাওয়ার রাস্তায় একদল জঙ্গির হামলায় এই সেনারা নিহত হয়। প্রদেশটি রাজধানী থেকে ১৪০ কিলোমিটার দূরে। চলতি বছরে আলজেরিয়ায় সেনাদের ওপর এটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা।