তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
ব্রিটেনের প্রিন্স (যুবরাজ) উইলিয়াম তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। তাঁর স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন আবার অন্তঃসত্ত্বা হয়েছেন।
আজ সোমবার রাজ পরিবারের বাসভবন কেনসিংটন প্যালেস থেকে বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘মহামান্য ডিউক ও ডাচেস অব কেমব্রিজ অত্যন্ত সন্তুষ্টচিত্তে ঘোষণা দিচ্ছেন যে, তাঁরা তৃতীয় সন্তান নিতে যাচ্ছেন।’ আরো বলা হয়, ‘রানি ও দুই পরিবারের সদস্যরা এ সংবাদে অত্যন্ত আনন্দিত।’
বর্তমানে চার বছর বয়সী ছেলে প্রিন্স জর্জ ও দুই বছর বয়সী মেয়ে প্রিন্সেস শার্লোটের বাবা-মা প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট।