রাখাইনে আবারও রোহিঙ্গাদের গ্রামে আগুন, গুলি
মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার গুলিবর্ষণ ও ঘরবাড়িতে আগুন দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আজ সোমবার সন্ধ্যায় মার্কিন সংবাদমাধ্যম ‘এসএফগেট’ এই তথ্য জানিয়েছে।
সোমবার মিয়ানমারের রাখাইন রাজ্যের ‘পা দিন’ নামে একটি গ্রামে এই গুলিবর্ষণ ও ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। এতে ওই গ্রামে থাকা ১০০ জনের বেশি রোহিঙ্গা গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী বলেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী অভিযানের সময় রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়িতে আগুন দেয়। এ সময় পালাতে থাকা গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিও করে তারা।
তবে স্থানীয় পুলিশ ও অভিযান চালাতে থাকা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। রাখাইন রাজ্যের মাংদাও থানার একজন কর্মকর্তা সান উইন বলেন, রোহিঙ্গা জঙ্গিরা এখনো রাখাইনের বিভিন্ন অঞ্চলে লুকিয়ে রয়েছে। আমাদের ধারণা, এই বাঙালি রোহিঙ্গা জঙ্গিরাই ঘরবাড়িতে আগুন দিয়েছে।
মিয়ানমারের সেনা ও প্রশাসন রোহিঙ্গাদের বাঙালি বলে থাকেন। রাখাইন রাজ্যের অনেক রোহিঙ্গা মুসলমান নিজেদের নামের শেষে বাঙালি লিখে থাকেন।
অভিযোগ করা হয়, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছে। যদিও এই রোহিঙ্গা পরিবারগুলো বহু বছর ধরেই রাখাইন রাজ্যে বাস করছে।
গত ২৪ আগস্ট রোহিঙ্গা জঙ্গিরা রাখাইন রাজ্যের কয়েকটি থানায় হামলা চালায় এবং ১২ জন নিরাপত্তা কর্মীকে হত্যা করে। এর পর থেকেই রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতা চালানো হয়। সহিংসতার মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে সোয়া তিন লাখেরও বেশি রোহিঙ্গা।