কুম্ভমেলায় টয়লেট খুঁজতে মোবাইল অ্যাপ
ভারতের নাসিকে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম ধর্মীয় কুম্ভমেলায় টয়লেট খোঁজার জন্য নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) উদ্বোধন করা হয়েছে। মেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই বিশেষ অ্যাপটি বাজারে আনা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্র প্রদেশের নাসিক জেলার প্রশাসক দীপেন্দ্র সিং খুশওয়া। সোমবার এই অ্যাপটি উদ্বোধন করে তিনি জানান, অ্যাপটির মাধ্যমে পুণ্যার্থীরা জেনে নিতে পারবেন মেলায় পাবলিক টয়লেটের সন্ধান।
নাসিক জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল অ্যাপটি বাজারে এনেছে মুম্বাইয়ের এক ডিজিটাল মার্কেটিং সংস্থা। অ্যান্ড্রয়েড ও আই ফোনে বিশেষ এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন দীপেন্দ্র সিং খুশওয়া। তিনি আরো জানান, মেলায় নিরাপত্তার পাশাপাশি পরিচ্ছন্নতা বাজায় রাখার ওপরও বিশেষ নজর দেওয়া হয়েছে। কুম্ভে আসা পুণ্যার্থীদের শৌচাগার খুঁজে পেতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্যই এই অ্যাপ তৈরি করা হয়েছে।
গত ১৩ জুলাই নাসিকে বিশ্বের বৃহত্তম এ ধর্মীয় মেলার উদ্বোধন করা হয়। কুম্ভমেলাকে কেন্দ্র করে গোদাবরীর তীরে ৫৮ দিন ধরে চলবে পুণ্যার্থীদের আনাগোনা। এ বছর মেলায় প্রায় এক কোটি পুণ্যার্থীর সমাগম হবে বলে প্রশাসনের অনুমান।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি ১২ বছরে একবার অনুষ্ঠিত হয় নাসিক কুম্ভমেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় ভিড় জমান সাধু-সন্ন্যাসী ও পূণ্যার্থীরা। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, কুম্ভে গোদাবরীর জলে ডুব দিলে আসে সৌভাগ্য। ধুয়ে যায় যাবতীয় পাপ।
এ মেলা উপলক্ষে নাসিকে ১২ বছর পরপর বিশাল আয়োজন করা হয়। এ বছর সরকারের পক্ষ থেকে নাসিকে ৩১৫ একর জমিতে অস্থায়ী ‘সাধু গ্রাম’ তৈরি করা হয়েছে। মেলা উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য জন্য ১৫টি বিশেষ ট্রেন, তিন হাজার বিশেষ বাস চালু করা হয়েছে। এ ছাড়া মেলার নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নাসিকের জেলা প্রশাসক দীপেন্দ্র । এবারের কুম্ভমেলায় প্রথমবারের মতো নিরাপত্তা জোরদার করতে বসানো হয়েছে সাড়ে পাঁচ হাজার সিসিটিভি।