মিসরের ২১ জিম্মিকে হত্যার দাবি আইএসের
লিবিয়ায় অপহৃত মিসরের কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের ২১ জিম্মিকে হত্যার দাবি করেছে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। একটি ভিডিওতে এ হত্যার খবর প্রচার করেছে সংগঠনটি।
আল-জাজিরার খবরে বলা হয়, গতকাল রোববার ভিডিওটি প্রচার করা হয়। এতে দেখা যায়, লিবিয়ার ত্রিপোলিতে কমলা পোশাক পরা কিছু লোককে একটি সৈকতে দাঁড় করিয়ে শিরশ্ছেদ করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে ওই ২১ জনকে লিবিয়ার সির্তে শহর থেকে অপহরণ করা হয়েছিল। এঁদের হত্যার পর ইংরেজিভাষী এক আইএস জঙ্গি বলেন, মিসরে কপটিক খ্রিস্টানরা মুসলমান নারীদের লাঞ্ছিত করেছিল। এর প্রতিবাদে তাঁরা এই হত্যাকাণ্ড চালিয়েছে।
২১ জিম্মিকে হত্যার খবরে ক্ষোভ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে মিসরের আলেকজান্দ্রিয়ার কপটিক অর্থোডক্স চার্চ কর্তৃপক্ষ। ওই বিবৃতিতে বলা হয়, শিরশ্ছেদ হওয়া ব্যক্তিরা কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের। তাই হত্যাকারীদের বিচারের আওতায় আনার ব্যাপারে আশাবাদী চার্চ।