কাবুলে টেলিভিশন কার্যালয়ে হামলা, বহু হতাহতের শঙ্কা
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে হামলা চালিয়েছে কয়েকজন বন্দুকধারী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ ।
স্থানীয় সময় মঙ্গলবার শামশাদ টিভি চ্যানেলের কার্যালয়ে গুলি চালানোসহ গ্রেনেড ছোড়ে কিছু হামলাকারী।
ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, হামলাকারীরা এখনো টেলিভিশন কার্যালয়ের ভেতরে রয়েছে। সেখান থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই টেলিভিশন কার্যালয়ে কমপক্ষে ১০০ কর্মচারী রয়েছেন। সেখানে হামলাকারীদের কয়েকজনসহ অনেকেই হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন।
কাবুল পুলিশের এক মুখপাত্র জানান, আফগানিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলাকারীদের হত্যা করেছেন। তাঁরা ওই ভবন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। ঘটনাস্থলের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে হাসমাত ইসতাংকজাই নামের এক সাংবাদিক জানান, তিনি ওই ভবনেই ছিলেন। হামলার সময় তিনি পালিয়ে আসতে সক্ষম হন। তাঁর অনেক সহকর্মীই হতাহত হয়েছেন।
এর আগে মে মাসে কাবুলে এক বোমা হামলায় কমপক্ষে ১৫০ জন নিহত হন।