প্রেমিকাকে ধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তায়, প্রেমিকের জেল
প্রেমিকাকে ধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তায় বের করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক ব্যক্তির বিরুদ্ধে। আর এই অপরাধে দেশটির একটি আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার এ রায় দেওয়া হয়।
আদালতের বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, চলতি বছর ২১ জানুয়ারি ওই ব্যক্তি আল-নাহদা এলাকার একটি বাসায় তাঁর প্রেমিকাকে আলোচনার জন্য ডাকেন। সেখানে যাওয়ার পর তাঁকে ধর্ষণ ও মারধর করেন বলে অভিযোগ করেন ওই ব্যক্তির প্রেমিকা।
উজবেকিস্তানের নাগরিক ওই নারী আরো অভিযোগ করেন, ধর্ষণের পর তাঁকে বিবস্ত্র করে বাসা থেকে বের করে দেন ওই ব্যক্তি। পরে তিনি স্থানীয় এক রাশিয়ার নাগরিকের কাছ থেকে পোশাক জোগাড় করেন।
অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে ২৯ জানুয়ারি অন্য একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উজবেকিস্তানের ওই নারীর অভিযোগের জবাবে সাজার আদেশপ্রাপ্ত ব্যক্তি বলেন, তাঁরা এক বছর ধরে একে অপরকে চেনেন এবং সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক করতেন।
তবে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করে ধর্ষণ ও নির্যাতনের প্রমাণ মিলেছে বলে জানান আদালত। আর ওই প্রমাণের ভিত্তিতেই দেওয়া হয় এই দণ্ডাদেশ।