যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের ভারত-পাকিস্তান গোলাগুলি
যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারো জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) পাল্টাপাল্টি গুলি চালাল পাকিস্তান ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী।
এনডিটিভির এক খবরে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোলাগুলি শুরু হয়।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, প্রথমে পাকিস্তানি বাহিনী মর্টার নিক্ষেপ করে এবং গুলি চালায়। তারা বলছে, এ নিয়ে চলতি মাসে পাক-ভারত সীমান্তে পাঁচবার যুদ্ধবিরতি লঙ্ঘিত হলো।
তবে ভারত এর দায় পাকিস্তানের ওপর চাপালেও পাকিস্তানের গণমাধ্যমের দাবি, ভারতের উসকানিমূলক আচরণের জন্যই তারা গুলি চালাতে বাধ্য হয়।
এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনীর বিশেষ অভিযান দল (এসওজি) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগরের একটি বাড়িতে অভিযান চালালে ওই ব্যক্তি বন্দুকযুদ্ধে নিহত হন। সেনাবাহিনীর দাবি, নিহত ব্যক্তি জঙ্গি বাহিনীর সদস্য ছিলেন।