কাবুলে গোয়েন্দা কার্যালয়ের কাছে আত্মঘাতী হামলা, নিহত ১০
আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের কাছে আত্মঘাতী হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে, ইসলামিক জঙ্গিগোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে গোয়েন্দা সংস্থার কর্মীরা যখন কাজে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন, ঠিক সে সময় এই আত্মঘাতী হামলা চালানো হয়। হতাহতদের মধ্যে এক নারীও রয়েছেন। হামলার সময় গাড়ি নিয়ে ওই এলাকা অতিক্রম করছিলেন তিনি।
কাবুল হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এ ধরনের বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে। গত সপ্তাহেই গোয়েন্দা সংস্থার অধীন একটি প্রশিক্ষণ সেন্টারকে টার্গেট করেছিল আইএস।
এর আগে গত অক্টোবরে শিয়া মুসলিমদের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৩৯ জন মানুষ নিহত হন। ২০১৫ সাল থেকেই আফগানিস্তানে সক্রিয় হয়ে ওঠে এই জিহাদি গোষ্ঠী।