ভারতে ম্যাগির বিরুদ্ধে ১০ কোটি ডলারের মামলা
ম্যাগিতে ক্ষতিকর মাত্রায় সিসা পাওয়া যাওয়ায় বহুজাতিক কোম্পানি নেসলের বিরুদ্ধে দশ কোটি ডলারের ক্ষতিপূরণের মামলা করেছে দেশটির সরকার। ভারত সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে আজ বুধবার এ খবর দিয়েছে বিবিসি।
ওই মুখপাত্র জানান, ভারতের ক্রেতা স্বার্থ সংরক্ষণ আদালতে সরকার মামলাটি করেছে। এতে বলা হয়, নেসলের তৈরি যে ম্যাগি নুডলস ভারতের বাজারে ছাড়া হয় তাতে ক্ষতিকর মাত্রায় সিসার উপস্থিতি রয়েছে।
ম্যাগি নুডলস নিয়ে অব্যাহত উদ্বেগ ও বিতর্কের মধ্যে গত জুন মাসে ভারতের বাজার থেকে পণ্যটি উঠিয়ে নেওয়ার নির্দেশ দেয় সরকার।
যদিও বহুজাতিক কোম্পানি নেসলে শুরু থেকেই বলে আসছে ম্যাগি নুডলসে ক্ষতিকর কিছু নেই।
এমনকি ভারত সরকারের করা ক্ষতিপূরণ মামলা সম্পর্কেও তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে নেসলে জানিয়েছে।