ইরানের সঙ্গে চুক্তি থেকে না সরার আহ্বান যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে না আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইরান, ফ্রান্স, জার্মানি আর ইইউর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বলেছেন, এই চুক্তিই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারে। তিনি বলেন, কেউ এর চেয়ে ভালো কোনো উপায় নিতে আসতে পারবে না বলে তিনি মনে করেন।
ওই চুক্তি থেকে সরে আসতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া তিনি ইরানের ওপর পুনরায় অবরোধ আরোপেরও হুমকি দিয়েছেন।
তবে ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনি বলছেন, এই চুক্তি কাজ করছে। এবং ইরানের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নজরদারি করতে পারছে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চুক্তিটি থেকে সরে যায়, তাহলে তারাও এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।