কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৯৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫৮ জন।
বিবিসি জানিয়েছে, হামলাকারী একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরক নিয়ে পুলিশের তল্লাশিচৌকি অতিক্রম করে একটি সড়কে উঠে যায় এবং হামলা চালায়। সড়কটির পাশেই পুরোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন এবং ইউরোপীয় ইউনিয়ন ও হাই পিস কাউন্সিলের কার্যালয় রয়েছে।
জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার কথা স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার স্থানীয় সময় ১২টা ১৫ মিনিটে হামলা চালানো হয়। জায়গাটি বিভিন্ন দেশের দূতাবাস ও পুলিশের সদর দপ্তর রয়েছে।
কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
আফগানিস্তানের বেশি কিছু এলাকা এবং পাকিস্তানের অংশবিশেষ জঙ্গিগোষ্ঠী তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
সপ্তাহখানেক আগে কাবুলের বিলাসবহুল হোটেলে তালেবানের হামলায় বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হয়।