ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লি, শ্রীনগর আর পাঞ্জাবেও ভূকম্পন অনুভূত হয়। এ সময় শ্রীনগরের বিভিন্ন ভবন ও অফিস থেকে মানুষজনকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়।
ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, কাবুল থেকে ১৬৭ মাইল উত্তরে অবস্থিত হিন্দুকুশ পর্বতের ১৮০ কিলোমিটার গভীর থেকে উৎপন্ন হওয়া এই ভূমিকম্পের কম্পন পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও অনুভূত হয়।