যুক্তরাষ্ট্রে চরমপন্থাবিরোধী সম্মেলন শুরু
ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় বন্দুকধারীদের গুলিতে বেসামরিক লোকজন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে তিন দিনব্যাপী চরমপন্থাবিরোধী সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ মঙ্গলবার শুরু হওয়া এ সম্মেলনে এরই মধ্যে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বিবিসির খবরে বলা হয়, সম্মেলনে জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ফ্রান্সসহ ৬০ দেশের প্রতিনিধিরা যোগ দেন। এতে যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অভিবাসী জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, প্রান্তিক অবস্থায় ঠেলে দেওয়ার কারণেই অভিবাসীরা চরমপন্থার দিকে ঝুঁকতে পারে। তিনি বলেন, প্রতিটি দেশকে এমন অবস্থা তৈরি করতে হবে, যাতে ভয়, বিচ্ছিন্নতা, ঘৃণা ও ভুল বিচারের সম্মুখীন হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়।
জো বাইডেন বলেন, এ সম্মেলনের মূল উদ্দেশ্য বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের একত্র করা।