ইসলাম বিকৃতকারীদের বিরুদ্ধে যুদ্ধ : ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামের সঙ্গে যুদ্ধ করছে না, আমাদের যুদ্ধ যারা ইসলামকে বিকৃত করেছে তাদের বিরুদ্ধে।’
ডেনমার্ক ও ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর ওয়াশিংটনে চরমপন্থাবিরোধী তিনদিনের এক সম্মেলনে অংশ নিয়ে ওবামা এ কথা বলেন। তিনি বলেন, ‘মানুষকে সহিংসতার দিকে উসকে দিতে সন্ত্রাসী গোষ্ঠী যেসব বিকৃত ভাবাদর্শ ব্যবহার করছে, সেগুলোকে আমাদের সার্বিকভাবে ও সততার সাথে মোকাবিলা করতে হবে।’
সম্মেলনে ৬০টি জাতির প্রতিনিধি অংশ নিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। গতকাল বুধবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও যোগ দিয়েছেন।
সম্মেলনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘ইসলামিক স্টেট বা আল-কায়েদার মতো গোষ্ঠীগুলো ধর্মীয় নয়, এরা সন্ত্রাসী।’ তিনি বলেন, ‘শুধু সামরিক শক্তি দিয়ে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। এ জন্য সমাজের মানুষকেও অংশীদার হতে হবে। কারণ, এসব সন্ত্রাসী দল সমাজের জন্যই সবচেয়ে বেশি ক্ষতিকর।’
উল্লেখ্য, গত বছর থেকে যুক্তরাষ্ট্র ও এর সহযোগী দেশগুলো ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।
ওবামা তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষ আইএসের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। কিন্তু তাঁরা অনেকেই ভাবেন, পশ্চিমা সংস্কৃতির সঙ্গে মিশলে ইসলাম দূষিত হয়ে যাবে। আর তাঁদের এই ধারণা মৌলবাদকে উৎসাহিত করে।
যুক্তরাষ্ট্র যে কোনোভাবেই ইসলামকে দমিয়ে রাখতে চায় না, সেটা সবাইকে বোঝাতে ওবামা ইসলাম ধর্মের নেতাদের প্রতি আহ্বান জানান।