পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নাখোশ পাকিস্তানের সুপ্রিম কোর্ট

বাংলাদেশে আটকে পড়া ২ লাখ ৩৭ হাজার পাকিস্তানিকে দেশে ফেরত আনার বিষয়ে একটি পিটিশনের জবাব দিতে না পারায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ওপর নাখোশ হয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
২০০৯ সালে দায়ের করা একটি পিটিশনের শুনানির সময় বিচারপতি আমির হানি মুসলিমের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ গত বুধবার এ অবস্থান ব্যক্ত করেন।
দ্য ডন এর খবরে বলা হয়, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তনবিষয়ক দুটি সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট রাশিদুল হক কাজী পিটিশনটি দায়ের করেছিলেন। এতে রাশিদুল দাবি করেন জন্মসূত্রে অথবা বংশানুক্রম অনুযায়ী, বাংলাদেশে আটকে পড়া উর্দুভাষী বিহার বা অন্য অঞ্চলের লোকজন পাকিস্তানের নাগরিক। আইন অনুযায়ী, তারা পাকিস্তানে ফিরে যাওয়ার অধিকার রাখে। "
আদালত এক সপ্তাহের মধ্যে পিটিশনের জবাব দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। জবাব দিতে দেরি হলে পরবর্তী শুনানির সময় কারণ জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের তলব করা হবে বলেও সতর্ক করেছেন আদালত।
শুনানির সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সোহাইল মাহমুদ আদালতকে বলেন, বারবার বলার পরও পররাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ কোনো উত্তর দেয়নি। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে ভালো ব্যাখ্যা দিতে পারবে।