আবুধাবিতে আগুনে তিন বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোসাফাহ শিল্পাঞ্চলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফনিউজ শুরুতে জানিয়েছিল আগুনে ১৫ জন নিহত হয়েছেন। পরে জানায় নিহতের সংখ্যা ১০। পত্রিকাটি জানিয়েছে, যে দোতলা ভবনটিতে সকালে আগুন লাগে সেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সিরিয়া ও ইরানের শ্রমিকরা বসবাস করতেন।
আবুধাবি পুলিশ জানিয়েছে, আগুন লাগার ঘটনায় ভবনটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, আগুনে নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত তিনজন বাংলাদেশি রয়েছেন। আগুনে অনেক বেশি পুড়ে যাওয়ার কারণে নিহতদের সনাক্ত করা কঠিন হয়ে গেছে।’