ভোটারকে ঘুষ দিচ্ছেন কিরণ বেদি!
এক নারী ভোটারকে গলার হার উপহার দিয়ে তোপের মুখে পড়েছেন দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি। গত বুধবার পূর্ব দিল্লির পাটপারগঞ্জে এক রোডশোতে মুক্তার হারটি উপহার দিয়ে বিরোধী আম আদমি পার্টির (এএপি) সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি।
ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) প্রথম নারী কর্মকর্তা কিরণ বেদি। তিনি ২০১১ সালে ভারতের গান্ধীবাদী নেতা আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম কর্মী ছিলেন। সে সময় এএপির অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও জোটবদ্ধ হয়েছিলেন তিনি। মাত্র কয়েক বছরের মাথায় এখন সাপে-নেউলে সম্পর্ক বেদি-কেজরিওয়ালের।
এনডিটিভির খবরে বলা হয়, নির্বাচনের আগে বেদির উপহারকে ঘুষ হিসেবে দেখছে এএপি। দলটির অন্যতম শীর্ষ নেতা মনীষ সিসোদিয়া বলেন, ‘তারা (বিজেপি) হার দিয়ে ভোটারদের প্রলুব্ধ করতে চাইছে। বিষয়টি মারাত্মক। এটা নির্বাচনী বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।’
এর আগে এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ঘুষ গ্রহণে ভোটারদের উসকানির অভিযোগ আছে। সম্প্রতি এক বক্তব্যে কেজরিওয়াল যেকোনো দলের কাছে ঘুষ নিয়ে এএপিতে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করেছিলেন। এরপর নির্বাচন কমিশন তাঁকে সতর্ক করে দেয়। এতে চটে গিয়ে নির্বাচন কমিশনকে আদালতে নেওয়ার হুমকি দেন এএপির প্রধান।
এ প্রসঙ্গে কেজরিওয়াল এনডিটিভিকে বলেন, লোকজনকে ঘুষ নিতে বলেননি তিনি। গত নির্বাচনে তাঁর কথায় অনেক লোক ঘুষ নেওয়া থেকে বিরত থেকেছেন।
দিল্লিতে ৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি।