কলকাতায় নেমেই মমতার সফরসঙ্গী গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকা সফরসঙ্গী শিবাজি পাঁজা কলকাতায় গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার রাতে ঢাকা সফর শেষে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে তাঁকে আটক করেন অভিবাসন দপ্তরের কর্মকর্তারা।
পরে তাঁকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (এনএসসিবিআই) থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার পর পাঁজা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আজ ব্যারাকপুর আদালতে তাঁকে হাজির করা হবে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দিল্লি পুলিশ ব্যবসায়ী শিবাজির নামে লুক আউট নোটিশ জারি করেছিল। তাঁর পাসপোর্ট নম্বর দিয়ে ভারতের সব বিমানবন্দর ও অভিবাসন দপ্তরকে সতর্ক করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পরেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষ দল কলকাতায় আসছে।