মিসরে শপথ নিল নতুন সরকার
পূর্বঘোষণা অনুযায়ী মিসরে নতুন সরকার শপথ গ্রহণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাবের সরকারের তেলমন্ত্রী শরিফ ইসমাইল নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ শনিবার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
রয়টার্স জানিয়েছে, ৩৩ জন সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভায় আগের ১৮ জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ইব্রাহিম মাহলাবের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছিল। ওই সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় অসন্তুষ্ট ছিলেন প্রেসিডেন্ট সিসি। এরপরই গেল সপ্তাহে তাঁর নির্দেশে পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেন।
আগামী মাসে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।