আবার বোমায় কাঁপল থাইল্যান্ড, ৩ পুলিশ আহত
গত মাসের ১৭ তারিখে ভয়াবহ হামলার পর আবার বোমায় কাঁপল থাইল্যান্ড। এবারের হামলাটি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের পাতানি প্রদেশে। ব্যাংকক পোস্ট জানিয়েছে, সোমবার সকালে প্রদেশটির মুয়াং জেলায় টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোমা ছুড়ে মারা হয়। বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
পাতানি প্রদেশ পুলিশের কর্মকর্তা কর্নেল কিরতি ওয়াহ ইয়েসো সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে তামবন সাবরং এলাকায় একটি সেতুর পাশে টহলরত পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারা হয়। স্থানীয়ভাবে তৈরি বোমাটি বিস্ফোরিত হওয়ার স্থানে ওই অঞ্চলের কোনো বিচ্ছিন্নতাবাদী দলের যোগাযোগ থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
এর আগে গত ১৭ আগস্ট ব্যাংককের একটি মন্দিরে বোমা হামলায় ২১ জন নিহত হন। তাঁদের বেশিরভাগই ছিলেন চীনা বংশোদ্ভূত বিদেশি পর্যটক।