রাজবধূ মেগান মা হতে যাচ্ছেন
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন রাজকুমার হ্যারির স্ত্রী, ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল।
বাকিংহাম রাজপ্রাসাদের বরাত দিয়ে আজ সোমবার ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এ খবর জানায়।
টেলিগ্রাফ জানায়, ডাচেস অব সাসেক্স অন্তঃসত্ত্বা, কেনসিংটন রাজপ্রাসাদ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এক মুখপাত্র বলেন, ‘রাজপরিবার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে ডাচেস অব সাসেক্স (মেগান মার্কেল) ২০১৯ সালের বসন্তে একটি সন্তান প্রত্যাশা করছেন।’
ঘোষণায় আরো জানানো হয়, ‘চলতি বছরের মে মাসে বিয়ের সময় থেকে শুরু করে এযাবৎ সারা বিশ্বের মানুষ যেভাবে হ্যারি-মার্কেল দম্পতিকে সমর্থন ও অভিনন্দন জুগিয়েছে, তাতে রাজপরিবার আপ্লুত। এবং একই সঙ্গে তাঁদের এই সুখের সংবাদ জানাতে পেরে আনন্দিত।’
‘এই সংবাদ রানি দ্বিতীয় এলিজাবেথ, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলেস, ডাচেস অব কর্নওয়াল, ডিউক অব কেমব্রিজ ও হ্যারি-মার্কেল দম্পতির জন্য আনন্দের। গত শুক্রবার এক রাজ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে তাঁরা এই দম্পতিকে অভিনন্দিত করেছেন,’ জানানো হয় ঘোষণায়।
এতে আরো জানানো হয়, ‘ডরিয়া র্যাগল্যান্ড (মেগান মার্কেলের মা) এই দারুণ খবরে উচ্ছ্বসিত এবং তিনি আসন্ন সন্তানের মুখ দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।’
রাজবধূ মেগান বর্তমানে চিকিৎসকের পরমর্শমতো চলাফেরা করছেন বলেও ঘোষণায় জানানো হয়।