তথ্যপ্রযুক্তি পুরস্কার নিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) কাছ থেকে ‘টেকসই উন্নয়নে আইসিটি পুরস্কার’ গ্রহণ করেছেন। টেকসই উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় গতকাল শনিবার তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, জমকালো এক নৈশভোজে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন আইটিইউর মহাসচিব হুলিন ঝাও। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তথ্যপ্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে অবদানের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আরো কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করছি, এটি তারই উল্লেখযোগ্য স্বীকৃতি।’ এই গুরুত্বপূর্ণ স্বীকৃতির জন্য তিনি আইটিইউকে ধন্যবাদ জানান তিনি। শেখ হাসিনা বলেন, এই পুরস্কার গ্রহণ করে তিনি সম্মানিত বোধ করছেন।
বাংলাদেশের তরুণদের প্রতি এই পুরস্কার উৎসর্গ করে শেখ হাসিনা বলেন, প্রত্যেক নাগরিকের হাতে তথ্যপ্রযুক্তির সুবিধা তুলে দিতে তাঁর সরকার কাজ করছে। এ সুবিধা থেকে কেউ বাদ পড়বে না। জ্ঞানভিত্তিক টেকসই ভবিষ্যতের পথের সব বাধা দূরীকরণে তিনি সবার প্রতি হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থান করছেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করেন।