নিহত ১১০০ হাজির ছবি দিল সৌদি আরব
হজ পালনের সময় মিনায় পদদলিত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা এক হাজার ১০০-তে পৌঁছেছে। সৌদি আরব সরকার বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে নিহত হাজিদের ছবি দিয়েছে। এর আগে দেশটির পক্ষ থেকে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ৭৬৯ জন। আর আহতের সংখ্যা বলা হয়েছিল ৯৩৪ জন।
ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, পদদলিত হয়ে নিহত হওয়া এক হাজারেরও বেশি ব্যক্তির ছবি কূটনীতিকদের হাতে দিয়েছে সৌদি সরকার। তবে মৃতের সংখ্যা নিয়ে এখনো তারা কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের পক্ষে মিনার ঘটনায় নিহত ও আহতদের নিয়ে কাজ করছেন দেশটির সংসদ সদস্য তারিক ফজল চৌধুরী। তিনি বলেন, ‘সৌদি সরকার কূটনীতিকদের নিহত এক হাজার ১০০ ব্যক্তির ছবি দিয়েছে।’
ফজল আরো বলেন, ‘নিহতদের চিহ্নিত করার প্রক্রিয়া হিসেবে সৌদি সরকারের পক্ষ থেকে এসব ছবি দেওয়া হয়েছে।’